Logo
Logo
×

সারাদেশ

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্বজন রুদিতা

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৬:০০ পিএম

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্বজন রুদিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সংগীত বিভাগে মেধাতালিকায় প্রথম হয়েছে গৌরীপুরের স্বজন লাবিবা ইসলাম রুদিতা।

বৃহস্পতিবার এ ফলাফল ঘোষণা করা হয়।

লাবিবা ইসলাম রুদিতা গৌরীপুর পৌরসভার পূর্বদাপুনিয়া খেলার মাঠ মহল্লার ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম লিটন ও গৃহিণী শাহনেওয়াজ পারভীন শিউলীর কন্যা।

রুদিতা ২০২২ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক সঙ্গীতে দেশসেরা হয়ে স্বর্ণপদক অর্জন করে। এছাড়াও ২০১৯ সালে লোকসঙ্গীতে প্রথম হয়ে জাতীয় শিশু পুরস্কার স্বর্ণপদক, ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করে রুদিতা।

এছাড়াও রুদিতা অনার্স ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকায় ষষ্ঠ স্থান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকায় ৭ম স্থান অর্জন করে।

এছাড়াও রুদিতা লোক সংগীত বিভাগে স্কুল, উপজেলা-জেলা আর বিভাগের দেড় লাখ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে ২০১৯ সালে নিজেকে দেশসেরা লোকসঙ্গীত শিশুশিল্পী হিসেবে কৃতিত্ব অর্জন করে।

রুদিতা ২০২২ সালে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৪.২৮ পেয়ে উত্তীর্ণ হয়। গৌরীপুর সরকারি কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় ৪.২৮ জিপিএ পেয়ে পাশ করে।

তিনি শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। রুদিতার ছোট ভাই শাহরিয়ার ইসলাম তুর্জয় গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত।

রুদিতার বাবা মো. শফিকুল ইসলাম লিটন জানান, আসলে মেয়ের অর্জনে আমরা গর্বিত। লিটনের মেয়ের স্থলে আমি এখন ‘রুদিতার বাবা’ হিসেবে পরিচিত। সঙ্গীতাঙ্গনে এ পরিচয়েই সবাই ডাকে, সত্যিই অনুভূতি অন্যরকম, যা ভাষায় বুঝানো যাবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম