প্রতিবন্ধী সেই ছয় সহোদরের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৬:৫৯ পিএম
-6867d025b9ac6.jpg)
প্রতিবন্ধী ছয় সহোদরের পরিবার দেখতে গেছেন লায়ন মো. হারুনুর রশিদ। ছবি: যুগান্তর
ফলো করুন |
|
---|---|
চাঁদপুরের ফরিদগঞ্জে ‘এক পরিবারের প্রতিবন্ধী ছয় সহোদর সহযোগিতা চায়’ এমন একটি সংবাদ ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় প্রচারিত হয়। খবরটি নজরে আসে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের।
শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার পৌর এলাকায় ৫নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামে পরিবারটিকে দেখতে আসেন তিনি। সেখানে তাদের জন্য ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে নতুন ঘর তৈরির কাজ শুরু করতে নেতাকর্মীদের নিদের্শনা দেন।
তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক সহায়তা দেন ওই ছয় সহোদরের মা ফুলবানুর হাতে। এছাড়া রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জলিলের সহযোগিতায় ওই পরিবারকে ১৫ দিনের খাবারের ব্যবস্থা করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, পৌর বিএনপি নেতা ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও বিএনপি নেতা শফিকুল ইসলাম স্বপন।
উল্লেখ্য, আজিম বাড়ির বাসিন্দা মনুহর ও ফুল বানু দম্পত্তির ৭ সন্তানসহ বর্তমানে ৮ সদস্যের পরিবারের ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে শুধু বড় মেয়ে সুস্থ্ আছেন। বাকি সন্তানরা সবাই শারীরিক প্রতিবন্ধী। তাদের শরীরে নানা রোগ বাসা বাঁধলেও অর্থাভাবে হচ্ছেনা চিকিৎসা, অনাহারে কাটছে জীবন। থাকার নেই ভালো বাসস্থানের ব্যবস্থা। তাই পুরো পরিবারের জীবন যাপন হয়ে উঠেছে দুর্বিষহ।
শারীরিক প্রতিবন্ধীরা হলেন- মনুহর ও ফুল বানু দম্পত্তির ছেলে নুরুল ইসলাম (৪১), তাজুল ইসলাম (৩৯), জাহাঙ্গীর হোসেন (৩৫), বিল্লাল হোসেন (৩৪), মো. আবদুর রব (৩২), রেহানা বেগম (২৩)।
সুস্থ স্বাভাবিকভাবে জন্ম হলেও ৬ থেকে ৭ বছর বয়সে সবাই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। এর মধ্য দিয়ে প্রতিবন্ধী জীবনে প্রবেশ করেন তারা।