না.গঞ্জে ছিনতাইকারীর কবলে সাংবাদিক

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ ও নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৮:৪৫ পিএম

ফলো করুন |
|
---|---|
নারায়ণগঞ্জের খাঁনপুরে ডিসির বাংলোর সামনে ছিনতাইকারীর কবলে পড়েছেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ রিপন।
শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক রিপনসহ অটোচালক ও এক যাত্রীকে আহত করেছে।
জানা গেছে, শুক্রবার ভোরে সাংবাদিক হাসান মাহমুদ রিপন চাষাঢ়া থেকে অটোরিকশাযোগে সোনারগাঁয়ের উদ্দেশে নবীগঞ্জ যাচ্ছিল। পথে ভোর ৫টার দিকে খাঁনপুর ডিসির বাংলোর সামনে দিয়ে অতিক্রমকালে একটি মোটরসাইকেলে এসে তিন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে।
ছিনতাইকারীরা সাংবাদিক হাসান মাহমুদ রিপনকে বাম হাতে ছুরিকাঘাত করে ম্যানিব্যাগ, নগদ টাকা ও ম্যানিব্যাগে থাকা সাংবাদিক পরিচয়পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। এ সময় ইটের আঘাতে অটোচালক আহত হন। অপর এক অটোযাত্রীকে মারধর করে তার কাছ থেকেও টাকাপয়সা ও মোবাইলসেট ছিনিয়ে নিয়েছে। পরে সাংবাদিক রিপনসহ আহত অপর যাত্রীকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী কয়েকজনের অভিযোগ, খানপুর হাসপাতালের সামনে থেকে ডিসির বাংলো হয়ে নবীগঞ্জ গুদারাঘাট পর্যন্ত প্রায় প্রতিদিনই ছোট ছোট ছিনতাইয়ের শিকার হচ্ছে যাত্রী ও পথচারীরা; কিন্তু ছোট ছোট ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা না হওয়ায় পুলিশ ছিনতাইকারীদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নিচ্ছে না। এ রাস্তাটি ছিনতাইকারীদের নিরাপদ জোনে পরিণত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।