Logo
Logo
×

সারাদেশ

কাঙ্ক্ষিত পদ না পেয়ে কৃষক দল নেতার মাথা ফাটালেন বিএনপি নেতা

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৯:৩৩ পিএম

কাঙ্ক্ষিত পদ না পেয়ে কৃষক দল নেতার মাথা ফাটালেন বিএনপি নেতা

কুমিল্লার দাউদকান্দিতে গোয়ালমারী ইউনিয়ন বিএনপির কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদারের মাথা ফাটালেন ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান।

বৃহস্পতিবার রাতে উপজেলার গোয়ালমারী বাজারে এ ঘটনা ঘটেছে। আহত আহমেদ হোসেন তালুকদার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ এবং দলীয় সূত্র জানায়, জুন মাসে দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার নয়টি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে গোয়ালমারী ইউনিয়নে দলটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রায়হান উদ্দিন রেনু মুন্সি ও মিজানুর রহমান প্রধান।

বৃহস্পতিবার সন্ধ্যার পর দাউদকান্দি উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন রেনু মুন্সিকে সভাপতি এবং মিজানুর রহমান প্রধানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এরপর মিজানুর রহমানের সমর্থকরা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন তালুকদারের ওপর হামলা চালায়। 

আহমদ হোসেনের ছোট ভাই শাহাদাত হোসেন সাকু বলেন, আমার ভাই মিজানুর রহমানকে সমর্থন করেনি বলে তিনি সভাপতি হতে পারেননি- এমন অভিযোগ তুলে আমার ভাইকে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।

এদিকে এ হামলার ঘটনায় মিজানুর রহমান প্রধানকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার আওতাধীন গোয়ালমারীসহ ৯টি ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর রাত আনুমানিক সাড়ে ৯টায় দাউদকান্দি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের ওপর কিছু সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। অনুসন্ধানে জানা যায়, এ হামলার পেছনে আপনার (মিজানুর রহমান প্রধান) সরাসরি ইন্ধন ও নির্দেশ ছিল।

এর আগেও গোয়ালমারী গ্রামের চারটি পরিবারের বাসিন্দাদের ঘরছাড়া ও গোয়ালমারী বাজারে দোকানপাট বন্ধের পেছনে মদদদাতা হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও গোয়ালমারী হাই স্কুলে একটি অনুষ্ঠানে মিজানুর রহমানের লোক প্রধান শিক্ষককে চেয়ার দিয়ে মারার চেষ্টা করেছিল বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। 

উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, আহমেদ হোসেন তালুকদারের ওপর হামলার ঘটনায় সরাসরি ইন্ধন ও সংশ্লিষ্টতা থাকায় কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা চেয়ে মিজানুর রহমানকে নোটিশ দেওয়া হয়েছে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিজানুর রহমান প্রধানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলেন, সন্ত্রাসীর কোনো দল নাই। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। অনতিবিলম্বে এসব সন্ত্রাসী ও দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম