
ফলো করুন |
|
---|---|
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
মামলা করেন রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ (পশ্চিমপাড়া) গ্রামের আলাবক্স প্রধানের ছেলে এবং আইনজীবী সহকারী আক্তারুজ্জামান প্রধান। তিনি গত ১৫ জানুয়ারি গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ওই এলাকার ১ একর ১৯ শতক জমির উপর দিয়ে প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি কাঁচা সড়ক নির্মাণ করা হয়, যার ফলে জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হন। জমির মালিকদের কোনো সম্মতি ছাড়াই এ সড়ক নির্মাণ করায় তারা ক্ষুব্ধ হন এবং ইউএনও ও ইউপি চেয়ারম্যানকে অভিযুক্ত করে আদালতে মামলা করা হয়।
মামলার আপত্তির শুনানি শেষে বুধবার গোবিন্দগঞ্জ সহকারী জজ আদালত আগামী ৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে বিবাদীপক্ষ সময় প্রার্থনা করলে আদালত তাদের আপত্তি দাখিলের সুযোগ দেন এবং গত ১৪ মে শুনানির দিন নির্ধারণ করেন। তবে শুনানিকালে বিবাদীপক্ষ তাদের আপত্তির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারায় আদালত পরবর্তী শুনানির সিদ্ধান্ত নেন।