অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকবে বিএনপি

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:২৫ পিএম
-6868007aa4b96.jpg)
ফলো করুন |
|
---|---|
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, নরসিংদীর মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকবে বিএনপি। তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য চেম্বার অব কমার্স ও বণিক সমিতিসহ বিএনপির পক্ষ থেকে সর্ব্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে এ দুর্ঘটনার পেছনে কোনো প্রকার নাশকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে মাধবদী বাজারে আগুনে পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতি দোকানগুলো পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, এ অগ্নিকাণ্ড শুধু ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি পরিবারের স্বপ্নভঙ্গের ঘটনা। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন দ্রুত পুনরুদ্ধার করতে পারেন এজন্য তাদের সহায়তা প্রদান করা। এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং আগুন লাগার কারণ খুঁজে বের করে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা এড়ানো যায়, সেই ব্যবস্থা নিতে হবে।
শুক্রবার ভোররাতে নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪২টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রাশেদ হোসেন চৈৗধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান, নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ চৌধুরী, বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুসহ দলটির নেতাকর্মী।