
ফলো করুন |
|
---|---|
সিরাজগঞ্জের কামারখন্দে একটি কারখানার ডোবা থেকে শামিম হোসেন নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর তার লাশে আগুন ধরিয়ে দেওয়ার আলামত পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত ফুড কারখানার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানার নিরাপত্তাকর্মী ও কর্মচারীরা জড়িত রয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।
নিহত শামিম হোসেন ওই উপজেলার কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শামিম। পরে তার স্বজনরা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। শুক্রবার দুপুরে ওই কারখানার পাশের ডোবায় লাশ দেখতে পান তারা। পরে নিহতের পরিবারের সদস্য ও উৎসুক জনতা ঘটনাস্থলে গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা ও লাশে আগুন দেওয়ার নমুনা দেখতে পান। পরে ক্ষুব্ধ হয়ে কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।