Logo
Logo
×

সারাদেশ

হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করল ছেলে

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১১:১৫ পিএম

হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করল ছেলে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মো. ইয়াসিন (২২ ) নামে ছেলের বিরুদ্ধে।  

শুক্রবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশন্দদী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ইয়াসিন পলাতক রয়েছেন।

নিহতের নাম মো. মাহবুব (৪২)।

মাহবুবের পরিবারের দাবি- ইয়াছিন কাজ নিয়ে বিদেশে গিয়েছিলেন; কিন্তু মানসিক ভারসাম্যহীনতার কারণে দুই বছর আগে দেশে ফিরে আসেন। 

তবে স্থানীয়রা জানিয়েছেন, ইয়াছিন তার বাবার কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে দাবি করে আসছিলেন। মোটরসাইকেল কিনে না দেওয়ায় শুক্রবার সকালে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়াছিন তার বাবাকে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালেল ভিক্টোরিয়া হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার দাবি করেছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে দুই বছর আগে ইয়াছিন বিদেশ থেকে দেশে ফিরে আসেন। পরিবারিক কোনো বিষয় নিয়ে  উত্তেজিত হয়ে আঘাত করে। 

বিষয়টি তদন্ত করে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছেন ওসি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম