‘ভারতকে ধমক দিয়ে কথা বলার সাহস রাখে শুধু বিএনপি’

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১১:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
ফলো করুন |
|
---|---|
শুক্রবার বিকালে পাবনার ভাঙ্গুড়ার হাজী জামাল
উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, বিএনপি চোর বা লুটেরার দল নয়,
এটা জনগণের দল। দেশের ১৮ কোটি মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামীতে
বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। যারা বিএনপির ক্ষতি করতে চায়, তাদের
প্রতিহত করতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে জনসভায় আগতদের উদ্দেশে
বলেন, পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে কৃষিবিদ হাসান জাফর তুহিনকে
বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাতে হবে। তুহিন এ অবহেলিত জনপদে সোনার ফসল ফলাবে।
জনসভায় উপস্থিত ছিলেন- কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, নূর মোহাম্মদ মাসুম বগা, শেখ তুহিন, হাসাদুল ইসলাম হীরা, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, মো. কামরুজ্জামান মনা, মো. রেজাউল করিম পলাশ, মো. শাহ আলম, জসিম উদ্দিন, মো. হাফিজুল ইসলাম হাফিজ, রফিকুল ইসলাম বাদশা, সাইফুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।