গাজীপুরে মান্নান স্মৃতি একাডেমির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৬ এএম
ছবি: সংগৃহীত
ফলো করুন |
|
---|---|
গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান স্মৃতি একাডেমির উদ্যোগে অসুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স ক্লাব অব ঢাকা আরাবি পক্ষ হতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকালে নগরীর লক্ষ্মীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব ও অধ্যাপক এম এ মান্নান স্মৃতি একাডেমির সভাপতি মাহমুদ হাসান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর আরশাফ হোসেন খান। এ স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান।
সদর থানা যুবদলের সদস্যা সচিব হাফিজুর রহমান বেলায়েত এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান তামান্না ফারুক থীমা, লায়ন ক্লাব ঢাকা আরাবির প্রেসিডেন্ট আইনুল হক আদিল, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন। এ ছাড়া লায়ন্স ক্লাব অব ঢাকা আরাবি সদস্যবৃন্দ ও স্থানীয় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দুই শতাধিক সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।