প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় জব্দ করা হয় দেশীয় অস্ত্র, মাদক ও প্রযুক্তি সামগ্রী।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া
এলাকায় অভিযান চালিয়ে মাদক ও ওই চারজনকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম জানান, গোপন খবরে হীরকপাড়া এলাকায় আজাদ মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো
হয়। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির মাটি খুঁড়ে
একটি নকল পিস্তল, ধারালো অস্ত্র ,চাইনিজ কুড়াল, চাপাতি ও মাদক জব্দ করা হয়। এসব অস্ত্র
সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃতরা হলেন, আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তারা দীর্ঘদিন ধরে
বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে
একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।’
