হবু বরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ, বিয়ে ভাঙল কনেপক্ষ

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৩:০২ পিএম

ছবি : যুগান্তর
ফলো করুন |
|
---|---|
পারিবারিকভাবে ঠিক হয়েছিল বিয়ে, দিন তারিখও ধার্য করা হয়। সে অনুযায়ী চলে সব কার্যক্রম। অবশেষে আসে কাঙ্ক্ষিত সেই দিন। সেজেগুজে বিয়ে করতে যান বর। সাজানো হয় কনেকেও। এরই মধ্যে অভিযোগ ওঠে, বর মাদক সেবন করেন। শুনেই বেঁকে বসল মেয়ের পরিবার। মেয়েকে মাদকসেবীর কাছে বিয়ে দেবে না বলে সাফ জানিয়ে দেন তারা।
শুক্রবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার
পুরা বাজার মোল্লা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার
নাঈম প্রধানের ছেলে অনিকের (২৯) সঙ্গে টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মো. দুলালের
মেয়ে শারমিনের (১৯) পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। নির্ধারিত দিন তারিখ অনুযায়ী বিয়ের
সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। কনেকে বিয়ের সাজে সাজিয়ে স্টেজেও তোলা হয়। বিয়ের সব প্রস্তুতির
শেষ পর্যায়ে বরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। এতে সৃষ্টি হয় গোলযোগ। পরে কনে
পক্ষ থেকে বিয়ে ভেঙে দেওয়া হয়।
বর অনিক বলেন, ‘আমি একটি চুইংগাম মুখে
দিয়েছিলাম। কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এতে আমি
ও আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছি।’
অনিকের বাবা বলেন, ‘ছেলের বিরুদ্ধে মিথ্যা
অভিযোগ তুলে তারা বিয়ে ভেঙে দিয়েছে।’
টঙ্গীবাড়ী থানার ওসি মো. মহিদুল ইসলাম
বলেন, ‘শুনেছি বিয়ে সংক্রান্ত একটা ঝামেলা হয়েছে। তবে, এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি।
অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’