নালিতাবাড়ী সীমান্ত থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার

শেরপুর উত্তর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৫ পিএম

ছবি : যুগান্তর
ফলো করুন |
|
---|---|
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর কাটাবাড়ি এলাকা থেকে হাতির মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীদের পাতা জেনারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।
মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান
আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফসল রক্ষার জন্য স্থানীয় কৃষকরা
জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। এতে আলো দেখে ভয়ে
বন্যহাতির দল ধানখেতে ও লোকালয়ে কম প্রবেশ করে।
শুক্রবার রাতে প্রায় ৮ থেকে ১০টি বন্য
হাতির একটি দল নাকুগাঁও এলাকা থেকে উত্তর কাটাবাড়ি এলাকায় আসে। একপর্যায়ে রাত সাড়ে
৩টার দিকে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। হাতিটি মৃত্যুর পর পালের
অন্যান্য হাতিরা সেখানে চিৎকার চেঁচামিচি শুরু করে। স্থানীয়দের কাছে খবর পেয়ে বনবিভাগের
কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
দেওয়ান আলী বলেন, সীমান্তবর্তী এলাকায়
বিদ্যুতের সংযোগ নিষিদ্ধ করার পরেও কতিপয় দুষ্কৃতিকারী জেনারেটের মাধ্যমে বিদ্যুৎ
সংযোগ দেয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ বছর বয়সি মাদি হাতিটি মারা গেছে। এ ঘটনায় অভিযুক্তদের
বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।