দুই আ.লীগ নেতার অর্থায়নে ঝটিকা মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম

ফাইল ছবি
ফলো করুন |
|
---|---|
মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের দুই নেতার অর্থায়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক ঝটিকা মিছিল হয়েছে। তবুও ধরাছোঁয়ার বাইরে রয়েছে নির্দেশদাতা ও মিছিলের নেতৃত্বদানকারী ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।
জানা গেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর মানিকগঞ্জে একাধিকবার ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঝটিকা মিছিলের নির্দেশ এবং অর্থ দিয়ে সহযোগিতা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
৫ আগস্টের পটপরিবর্তনের পর মানিকগঞ্জে এ পর্যন্ত তিনটি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। প্রথম মিছিলটি হয়েছে গত ১৮ মার্চ শহরের নবগ্রাম এলাকায়। দ্বিতীয় মিছিল হয়েছে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায়।
সর্বশেষ ২ জুলাই নয়াডিঙ্গি এলাকায় আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুলের নেতৃত্বে মিছিলে যোগ দিয়েছে সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরছালিন বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের মেয়ের জামাই এনামুল হক রুবেল, পৌর যুবলীগের নেতা মাহমুদুল হক শুভ, যুবলীগ নেতা কার্লিজ শুভ, শিবালয় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক স্বাধীন। এদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিছিল করছে নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন আদালতে আত্মসমর্পণ করে কারাবাসের মাধ্যমে জামিনে রয়েছেন। এখনো অধরা রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্মআহবায়ক রমজান মাহমুদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে এখনও ছাত্র জনতার শরীরের রক্ত লেগে আছে। নিষিদ্ধ সংগঠনের এসব সন্ত্রাসীরা একাধিকবার মিছিল করে কিভাবে। দ্রুত এদের গ্রেফতার করা না হলে আমরা এদের প্রতিহত করতে আবার রাজপথে নামবো।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এদিকে সাধারণ সম্পাদক আব্দুস সালাম আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে মিছিল হয়েছে। মিছিলের ভিডিও ফুটেজ দেখে অন্যদের শনাক্তের কাজ চলছে। তাদের গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা চলছে।