সেরা রিপোর্টারের পুরস্কার পেলেন যুগান্তর প্রতিনিধি

সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৮ পিএম

ফলো করুন |
|
---|---|
সুজানগরের বর্ষসেরা রিপোর্টার-২০২৫ পুরস্কার পেয়েছেন দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এমএ আলিম রিপন। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা পদক প্রদান করা হয়।
শুক্রবার রাতে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি কনফারেন্স রুমে দৈনিক সিনসার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পদক তুলে দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শিক্ষাবিদ মাহাতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ও দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মু. শরিফুল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব.) প্রফেসর ইফতেখার মাহমুদ, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলার সভাপতি পূর্ণিমা ইসলাম ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা।
এছাড়াও সর্বাধিক সংবাদ পাঠানোর জন্য বার্তা সংস্থা পিপ, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ফজলুল হক মোল্লা, কলাম লেখক ড. মনছুর আলম এবং বিশেষ সংবাদ সরবরাহের জন্য খালেদ আহমেদকে সম্মাননা পদক প্রদান করা হয়।