Logo
Logo
×

সারাদেশ

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে বৃষ্টিতে ভোগান্তি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে বৃষ্টিতে ভোগান্তি

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত। শনিবারও এই ধারাবাহিকতা অব্যাহত ছিল। সকাল ৯টার পর থেকে ভারি বৃষ্টি শুরু হয়। ফলে ঘর থেকে বের হওয়া অফিসগামীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে। দুপুরের পর বৃষ্টি বন্ধ হলেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। 

শনিবার বিকাল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস। তবে বৃষ্টিপাতের কারণে নগরীর কোথাও দীর্ঘসময়ের জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। 

এদিকে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং টলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

সকালে বৃষ্টির কারণে অফিসগামী মানুষজন ঘর থেকে বেরিয়ে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। যানবাহন কম থাকায় নগরীর মোড়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এই সুযোগে সিএনজিচালিত অটোরিকশা এবং রিকশা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দিয়েই গন্তব্যে যেতে হয়েছে যাত্রীদের। 

চালকদের অভিযোগ, বৃষ্টির কারণে নগরীর অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এ কারণে যাত্রীদের কাছ থেকে বাড়তি আদায় করেছে তারা।    

নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার বাসিন্দা ফারুক আহমেদ বলেন, ওয়াসার সুয়ারেজ প্রকল্পের কাজের কারণে এলাকার প্রত্যেকটি সড়ক কেটে ফেলা হয়েছে। এ কারণে বৃষ্টি হলে সড়কগুলো কাদাপানিতে একাকার হয়ে যায়। হেঁটে চলাচল করার সুযোগ থাকে না। জরুরি প্রয়োজনে এলাকা থেকে কোথাও যেতে হলে রিকশা কিংবা সিএনজি অটোরিকশা পাওয়া যায় না। যদিও পাওয়া যায় তাহলে দ্বিগুণ ভাড়া দিতে হয়। 

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বশির আহম্মেদ হওলাদার বলেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিসহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। 

তিনি জানান, চট্টগ্রামে শুক্রবার বিকাল ৩টা থেকে শনিবার ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর এবং নদী বন্দরের জন্য ১ নম্বর নৌ সতর্ক সংকেত জারি করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম