Logo
Logo
×

সারাদেশ

নালিতাবাড়ীতে পাহাড়ে বন্যহাতির মৃত্যু

Icon

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:৪২ পিএম

নালিতাবাড়ীতে পাহাড়ে বন্যহাতির মৃত্যু

ছবি: সংগৃহীত

নালিতাবাড়ীতে একটি প্রাপ্তবয়স্ক মাদী বন্যহাতির মৃত্যু হয়েছে। স্থানীয়রা এ মৃত্যুকে অসুস্থতা বলে জানালেও বন বিভাগ বলছে রহস্যজনক। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে বন বিভাগ।

শনিবার ভোররাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের কাটাবাড়ি পাহাড়ে এ বন্যহাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাতে কয়েকটি বন্যহাতি কাটাবাড়ি পাহাড়ের লোকালয় সংলগ্ন সামাজিক বনে খাদ্যের সন্ধানে আসে। ভোরে তারা দেখতে পায় বাগানের সরু মাটির রাস্তায় একটি হাতি মরে পড়ে আছে। পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে অপর আরেকটি হাতি। বেশ কিছুক্ষণ পর জীবিত হাতিটি চলে গেলে, তারা বিষয়টি বন বিভাগকে জানায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর বন্যপ্রাণী রেঞ্জার আল আমিন জানান, ঘটনাস্থলে বিদ্যুতের কোনো আলামত পাওয়া যায়নি। তবে শুঁড়ে সামান্য পোড়ার মতো দাগ আছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম