দোহারে বিএনপি নেতা হারুন মাস্টার হত্যায় মামলায় গ্রেফতার ১

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:৫২ পিএম

ফলো করুন |
|
---|---|
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও স্কুল মাস্টার হারুন-আর-রশিদ হত্যার ঘটনায় দোহার থানায় একটি মামলা করা হয়েছে। নিহতের ছোট ভাই আব্দুল মান্নান বাদী হয়ে শনিবার সকালে দোহার থানায় মামলাটি করেন।
মামলার পর একজনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতার ফারুক হোসেন (৫৮) দোহার উপজেলার ধোয়াইর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, দলীয় কোন্দলের কারণে ও স্থানীয় ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সামসুউদ্দিন মেম্বার ও ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব নাসির উদ্দিনদের সঙ্গে বিরোধ চলে আসছিল।
সেই বিরোধের জেরে ওই গ্রুপটি পরিকল্পিতভাবে হারুন মাস্টারকে গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লাশ ধোয়াইর জাবেদ আলীর মোড়ে পদ্মা নদীর পাড়ে ফেলে রাখে।
কিছুদিন পূর্বে সামসুউদ্দিন গ্রুপের সঙ্গে হারুন মাস্টারের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেই ঘটনার জেরেই তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন মামলার বাদী।
মামলার এজাহারে সামসুউদ্দিন মেম্বারকে প্রধান আসামি করে ৭ জন এজাহারনামীয় এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা দেখানো হয়েছে। এজাহারনামীয় আসামি ফারুক হোসেনকে গ্রেফতারের বিষয়টি দোহার থানার ওসি হাসান আলী নিশ্চিত করেছেন।
মামলার বাদী আব্দুল মান্নান বলেন, যারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার চাই। এ বিষয়ে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।
মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার এসআই জুবায়ের হক বলেন, হারুন মাস্টার হত্যার ঘটনায় মামলা হয়েছে। ফারুক হোসেন নামে একজনকে আমরা গ্রেফতার করেছি। রোববার সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে। এ মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।