Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ জাতির মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল: হাসান সরকার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম

আ.লীগ জাতির মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল: হাসান সরকার

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে জাতির মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল। জাতিকে মুর্খ ও নেতৃত্বহীন করে তারা আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। শিক্ষকরা দুর্নীতি করেন তা একসময় আমরা ভাবতেও পারি নাই। কিন্তু বিগত আওয়ামী আমলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রীতিমতো দুর্নীতির প্রতিযোগিতা হয়েছে।

তিনি শনিবার গাজীপুর মহানগরীর টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ প্রাঙ্গণে ‘ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মুহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জিএম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেনইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) ডা. মাহাবুবুর রহমান, পরিচালক কর্নেল (অব.) ডা. সাজ্জাদ আহম্মেদ একে খান জিলানী, বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সাইন্সের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রুমি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মাহাবুবুল আলম শুক্কুর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম