শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৪:০০ পিএম

প্রতীকী ছবি
ফলো করুন |
|
---|---|
চাঁদপুরের ফরিদগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজ বকাউল (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে শনিবার (৫ জুলাই) অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগীর পরিবার বলছে, গত বৃহস্পতিবার চকলেটের প্রলোভনে ওই শিশুটিকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী শিশুটি বর্তমানে চাঁদপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পাশ্ববর্তী একটি বাগানে নিয়ে যায় ওই বৃদ্ধ। পরে শিশুটির মুখে চেপে ধরে ধর্ষণ করা হয়। শিশুটি কান্না করতে করতে নিজের মাকে ঘটনাটি জানালে প্রতিবেশীদের সহায়তায় শিশুটিকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানিয়েছেন, শিশুটির পরিবারের সঙ্গে অভিযুক্ত বৃদ্ধের পূর্ব বিরোধ রয়েছে। ঘটনাটি সঠিকভাবে তদন্ত করার দাবি তাদের।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী শিশুর খালা বাদী হয়ে শনিবার থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ওই দিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়।’