চৌহালীতে ৭ কিমিজুড়ে যমুনার ভাঙ্গন

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৭:০৪ পিএম

ফলো করুন |
|
---|---|
যমুনার তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের প্রায় ৭ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙ্গন চলছে। ভাঙ্গনে বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে।
রোববার দুপুরে ভাঙ্গনরোধে দ্রুত তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবিতে স্থল ইউনিয়ন বাসির আয়োজনে নদীর তীরে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ।
পাঁচবারের নারী ইউপি সদস্য সালমা জাহানের সভাপতিত্বে মানববন্ধনে এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকির হোসেন বেপারী, ইউপি সদস্য হাসান আলী, স্থল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারান সরকার, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহাব, আব্দুল কাদের, যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসমত আলী, ইউনিয়ন তাঁতি দলের সভাপতি সন্তেষ আলী ব্যাপারী প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির পর থেকে ডান তীরে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। উত্তরে ছোট চোহালী থেকে চালুহারা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার জুড়ে বসতভিটা ও বিস্তীর্ণ ফসলের জমি নদী গর্ভে চলে গেছে। ভাঙ্গন হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সহ বসতভিটা ও বিভিন্ন স্থাপনা বিভিন্ন দপ্তরে বলেও বাঁধ নির্মাণ বা ভাঙ্গনরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবি জানাই।