Logo
Logo
×

সারাদেশ

পাহাড়ে অভিযান জালিয়ে অপহৃত যুবকসহ অস্ত্র, ৩১০০ গুলি উদ্ধার

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৭:১৬ পিএম

পাহাড়ে অভিযান জালিয়ে অপহৃত যুবকসহ অস্ত্র, ৩১০০ গুলি উদ্ধার

কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ১শ তাজা গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় অপহৃত মো. সোহেলকেও উদ্ধার করা হয়।

রোববার (৬ জুলাই) সকালে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে, কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর এ তথ্য নিশ্চিত করেন। 

সোহেল (২০) টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে।

লে. কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- টেকনাফ থানাধীন জাদিমুরা সংলগ্ন এলাকায় পাহাড়ে একদল সশস্ত্র ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। পরে শনিবার মধ্যরাত সাড়ে ১১টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় আত্মরক্ষার্থে যৌথ বাহিনীও ফাঁকা গুলি করে। এতে ডাকাত দলের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরে পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ বিদেশি রাইফেল, ১টি ৯ মিমি ও ১টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ৩টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ১শ রাইফেলের ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি এবং ৫ কোটি ৩ হাজার ৬শ টাকা মূল্যের ১ কেজি আইস বা ক্রিস্টাল মেথ ও ৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ সময় অপহৃত সোহেলকে উদ্ধার করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম