মোবাইল চুরির অপবাদে মারধর, শ্রমিকের আত্মহত্যা

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম

ফলো করুন |
|
---|---|
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোবাইল চুরির অপবাদ দিয়ে শ্রমিক শাহীন (২০) নির্যাতনের ঘটনায় ক্ষোভে অপমানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী ষাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
নিহত শাহিন একই এলাকার নাইম ও সাহিদা দম্পতির ছেলে।
পুলিশ জানায়, গত ৩ জুলাই ওই এলাকার মালিহা ফুড কোম্পানির শ্রমিক শাহিন (২০) ওই কারখানার মালিক নুরু মিয়ার ছেলে মনজুরুলের একটি মোবাইল চুরি করেছে বলে মিথ্যা অভিযোগ করে। কিন্তু ভিকটিম শাহীন চুরির দায় অস্বীকার করে। তাকে চুরির দায় স্বীকার করাতে মঞ্জুর ও তার লোকজন শনিবার রাতে দৈহিক নির্যাতন করে। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়।
ওই দিনই রাত ১টার দিকে ভিকটিম শাহিন একই এলাকায় তার মামার বাড়ির নিজ ঘরে ঘুমাতে যায়। সকাল ৬টায় তার মামা তাকে অনেক ডাকাডাকি করার পরও ঘরের দরজার না খোলায় সন্দেহ হয়। তিনি ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ভিকটিম শাহীনকে বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করলে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ প্রেরণ করেন।
আত্মহত্যার আগে শাহিন তার মোবাইলে একটি ভিডিও রেকর্ডে- তিনি মোবাইল চুরি করেননি বলে জানান। তিনি মারধরের ভয়ে তার কাছে মোবাইল আছে স্বীকার করেছেন বলে রেকর্ডে উল্লেখ আছে।
অভিযুক্ত মনজুরুল মারধরের বিষয়টি অস্বীকার করে জানান, তার আপন ছোট ভাই মোশারফ মোবাইলটা চুরি করে শাহিনের কাছে রেখেছিল বলে জানালে মোবাইলটি উদ্ধারের জন্য শাহীনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
আড়াই হাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, এ ঘটনার পরিবার থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।