Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ কর্মীর তথ্যে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ বিএনপি নেতা গ্রেফতার

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০১:৫৮ পিএম

আ.লীগ কর্মীর তথ্যে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ বিএনপি নেতা গ্রেফতার

মাগুরার শ্রীপুর উপজেলায় দুটি রিভলবারসহ এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে ওই আওয়ামী নেতার দেওয়া তথ্যে বিদেশি পিস্তলসহ বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়। রোববার রাতে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নোহাটা গ্রামের বাসিন্দা আওয়ামী কর্মী মিজানুর রহমান টিটো ও উপজেলার তারাউজিয়াল গ্রামে বাসিন্দা ও সব্দালপুরের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু।

সেনাবাহিনীর নেতৃত্বাধীন পরিচালিত যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে নাশকতা মামলার আসামি আওয়ামী কর্মী টিটোকে নোহাটা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি রিভলভার ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী, রাত ৩টার দিকে সাচ্চুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি চায়না পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় সাচ্চুকে আটক করা হয়।

শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, ‘সাচ্চুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আওয়ামী কর্মী টিটোর নামেও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম