Logo
Logo
×

সারাদেশ

ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে সাবেককে নিয়ে লাপাত্তা ইব্রাহীম

Icon

কালীগঞ্জ ও কাপাসিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৭:৩৭ পিএম

ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে সাবেককে নিয়ে লাপাত্তা ইব্রাহীম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামের আব্দুল খালেক বেপারীর ছেলে ইব্রাহীম বেপারী (২৪) ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে সাবেক স্ত্রীকে (২০) নিয়ে লাপাত্তা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ঘরে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী কাপাসিয়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযোগ তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এজাহার সূত্রে জানা যায়- ইব্রাহীম বেপারী একই ইউনিয়নের নলগাঁও গ্রামের টিকটক করা এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর তাদের বনিবনা না হওয়ায় স্বামীকে তালাক দিয়ে পার্শ্ববর্তী জাগীর চাঁনপুর গ্রামের রুহুল আমিন আকন্দের ছেলে সৌদি আরব প্রবাসী আল-আমিনকে বিয়ে করেন টিকটকার। গত ১০ মার্চ পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর দ্বিতীয় স্বামীর ঘরে ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মেয়েটি।

এদিকে ইব্রাহীম বেপারী গত ১৯ নভেম্বর পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের বিয়ে করেন। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। ৬ মাসের গর্ভবতী হন ইব্রাহীমের দ্বিতীয় স্ত্রী। এর মধ্যে ২২ জুন কাউকে কিছু না জানিয়ে ইব্রাহীম বেপারী সাবেক স্ত্রীকে তথা জাগীর চাঁদপুর গ্রামের প্রবাসী আল-আমিনের স্ত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে চম্পট দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম