Logo
Logo
×

সারাদেশ

বাস-অটোরিকশার সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম

বাস-অটোরিকশার সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলার সীমানা এলাকা বাঘীলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার দুপুরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর ও ধনবাড়ী সীমানা এলাকার বাঘীলে এ দুর্ঘটনা ঘটেছে। 

ধনবাড়ী থানার ওসি এসএম শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন জানান, অটোরিকশা জামালপুর থেকে মধুপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে মাহী সার্ভিসের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুইজন ঘটনাস্থলেই এবং একজন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম