Logo
Logo
×

সারাদেশ

গোবিন্দগঞ্জে দুই লাশ উদ্ধার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:০৬ পিএম

গোবিন্দগঞ্জে দুই লাশ উদ্ধার

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হচ্ছেন- শাহানারা বেগম ও ভুলু মিয়া। সোমবার দুপুরে লাশ দুটি মর্গে পাঠিয়েছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

শাহানারা বেগম (৪৫) উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের বকুল মিয়ার স্ত্রী এবং কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ পলুপাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে। 

নিহত ভুলু মিয়া (৩৮) শিবপুর ইউনিয়নের সরদারহাট কানিপাড়া গ্রামের মোকলেছ মণ্ডলের ছেলে। তার মৃত্যু রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্বাজনরা জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। রোববার উভয় পরিবারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করে শাহানারাকে স্বামীর বাড়িতে রেখে আসা হয়। 

সোমবার সকালে তার মৃত্যুর খবর পেয়ে তার স্বামী বকুল মিয়া বাড়িতে ছুটে যান। এ সময় তিনি শাহানারার গলায় কালো দাগ দেখতে পান। স্বজনদের অভিযোগ, নির্যাতন করে হত্যার পর ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, দু’জনের মৃত্যুই রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর তাদের হত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম