কুমিল্লায় ট্রিপল মার্ডারে ৮ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মুরাদনগরে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা মামলায় গ্রেফতার ৮ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান। এ দিন দুপুরে আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু তাহের। মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
এদিকে ওই পরিবারের ওপর হামলার নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে নৃশংস ওই হামলার ঘটনা নিয়ে তোলপাড় চলছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, কারাগারে থাকা ৮ আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
তিনি বলেন, মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল এবং মাস্টারমাইন্ড বাছির উদ্দিনকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
