Logo
Logo
×

সারাদেশ

বিরলে জুলাই অভ্যুত্থানে নিহতের লাশ উঠাতে দেয়নি পরিবার

Icon

দিনাজপুর ও বিরল প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম

বিরলে জুলাই অভ্যুত্থানে নিহতের লাশ উঠাতে দেয়নি পরিবার

নিহত জিয়াউরের মরদেহ উত্তোলন করতে গেলে বাধা দেয় তার পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরলে জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত জিয়াউর রহমানের লাশ কবর থেকে উঠাতে দেয়নি তার পরিবার। সোমবার ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে বিরলে লাশ উঠাতে এসে পরিবারের বাধার মুখে ফিরে গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের স্ত্রী শাহনাজ আক্তার বলেন, ‘আমি লাশ উঠাতে দেব না, আমার স্বামী এক বছর আগে মারা গেছেন। যে মারা গেছে, তার লাশ উঠিয়ে কি হবে?’

নিহত জিয়াউর বিরল উপজেলার নাগরবাড়ী গ্রামের মৃত আব্দুল কাফির ছেলে। আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত হন জিয়াউর। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্ত ছাড়াই তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার নাগরবাড়ী গ্রামে তাকে দাফন করা হয়। পরে শাহনাজের আবেদনের প্রেক্ষিতে মামলা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে লাশ ময়নাতদন্তের নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১।

শাহনাজ আক্তার বলেন, আমি আমার স্বামীর লাশ উঠাতে আপত্তি জানিয়েছি। এ ব্যাপারে আমি আদালতে আবেদন করব। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেন বলেন, আমরা লাশ উঠাতে পারিনি, পরবর্তী নির্দেশনা আদালত জানাবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম