Logo
Logo
×

সারাদেশ

সাপের কামড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:৫৩ পিএম

সাপের কামড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে সাপের কামড়ে সিঙ্গাপুর থেকে সম্প্রতি ফিরে আসা রায়হান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত রায়হান মধুপুর পৌর এলাকার বিপ্রবাড়ী গ্রামের জনৈক বাছেদ আলীর ছেলে।

নিহত রায়হানের চাচি শরীফা খাতুন জানান, রোববার সন্ধ্যায় বাড়ির কাছের ময়মনসিংহ সড়কের বিএডিসি ফার্ম এলাকার চাঁদের হাসি কফি হাউসের সামনে ঘাসের ওপর দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন রায়হান। এ সময় পায়ে অজ্ঞাত পোকার কামড় অনুভব করেন তিনি। অবহেলা করে সময় পার হয়। অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বাড়িতে ফিরে আনা ও সর্বশেষ রাত ১টার দিকে জটিল অবস্থায় ময়মনসিংহ নেওয়া হয়। সেখানে গিয়ে সাপে কামড়ানোর বিষয়টি নিশ্চিত হয় চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, তার কাছে এমন তথ্য নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম