চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:৫৪ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের বাহুবলে ব্যাটারিচালিত ইজিবাইক চালক আবুল কাশেমকে (২৮) হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই ব্যক্তির ইজিবাইকটি নিয়ে গেছে তারা।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ
উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে কাশেমের লাশটি উদ্ধার করা হয়।
নিহত কাশেম উপজেলার লামাতাশী ইউনিয়নের
লামাতাসি গ্রামের আব্দুল আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায়
সোমবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাশেম। এরপর থেকে আর বাড়ি ফিরেননি তিনি।
পরিবারের সদস্যরা খোঁজাখুজি করলেও তার হদিস পায়নি। মঙ্গলবার সকালে মানবকল্যাণ উচ্চ
বিদ্যালয়ের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ
উদ্ধার করে।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন,
লাশ উদ্ধার মার্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
