Logo
Logo
×

সারাদেশ

পাটগ্রাম থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২১

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৯:৫৯ পিএম

পাটগ্রাম থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২১

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনতাই এবং হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত ফোর্স পাটগ্রামে যেতে বাধা দেওয়ার পৃথক মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ নিয়ে ছিনিয়ে নেওয়া দণ্ডিত দুজনসহ দুই মামলায় মোট ২১ জনকে গ্রেফতার করা হলো।

পাটগ্রাম ও হাতীবান্ধা থানা সূত্র জানায়, গত সোমবার রাতে পাটগ্রাম থানায় হামলা-ভাঙচুর মামলায় গ্রেফতার করা হয়েছে উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম ও দহগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিয়ার রহমানকে।

এদিকে মঙ্গলবার বিকালে হাতীবান্ধা থানা অবরুদ্ধের মামলায় গ্রেফতার হয়েছেন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাইদুল ইসলাম। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এ নিয়ে মঙ্গলবার বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাটগ্রাম থানার মামলায় ১৪ জন ও হাতীবান্ধা থানার মামলায় ৭ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করা হলো। তাদের মধ্যে ছিনিয়ে নেওয়া দণ্ডিত দুই আসামিও রয়েছেন।

প্রসঙ্গত, পাথর কোয়ারির ‘টোল’ আদায়ের নামে ‘চাঁদাবাজির’ অভিযোগে বুধবার রাতে বেলাল হোসেন ও সোহেল রানা নামের দুজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন পাটগ্রামের ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতে বিচারক উত্তম কুমার দাস। পুলিশ ওই দুই আসামিকে ইউএনও অফিস থেকে থানায় নিয়ে গেলে প্রধান ফটকেই হামলা চালায় ‘দুষ্কৃতকারীরা’।

এ সময় গাড়ি ভাঙচুর-পুলিশকে মারধরসহ থানার বিভিন্ন কক্ষ ভাঙচুর করে ওই দুজনকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার সময় হাতীবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ পাটগ্রামে যেতে বাধা দিয়ে থানা অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ উঠে। ওই ঘটনার পরদিন পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম