Logo
Logo
×

সারাদেশ

বান্দরবানে স্ত্রী হত্যায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:১৫ পিএম

বান্দরবানে স্ত্রী হত্যায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে কামাল উদ্দিন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 

বুধবার (৯ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুণ পাল এ আদেশ দেন। এ সময় ৪০ হাজার টাকা জরিমানাও করেন। 

দণ্ডিত কামাল উদ্দিন বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বি ডিগ্রিখোলা এলাকার দুলা মিয়ার ছেলে।

বান্দরবান জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরী এ মৃত্যুদণ্ডের বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুণ পাল আসামি কামাল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদণ্ড এবং ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে রায় দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম