কুমিল্লার ট্রিপল মার্ডার মামলায় আট আসামি তিন দিনের রিমান্ডে
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়িতে গণপিটুনিতে মা ছেলে মেয়েকে হত্যার ঘটনায় গ্রেফতার ৮ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাঙ্গরা বাজার থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আবু তাহের এ রিমান্ড আবেদন করেন।
পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ১১নং আমলি আদালতের বিচারক মমিনুল হক তাদের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, রিমান্ড আবেদনের পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে বর্তমানে এটির তদন্ত কর্মকর্তা নয়ন কুমার চক্রবর্তী পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পাদন করবেন।
এ ঘটনায় গ্রেফতার কড়ই বাড়ি গ্রামের বাসিন্দা মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিম উদ্দীন বাবুল (৫৬), বাচ্চু মিয়া, রবিউল আওয়াল (৫৫), দুলাল (৪৫), আতিকুর রহমান (৪২), বয়েজ মাস্টার (৪৩) ও আকাশ (২৪) রিমান্ড শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে মুরাদনগরে ধর্ষণকাণ্ডের মাস্টারমাইন্ড শাহপরানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাহেরচর গ্রামের ওই নারীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার মূলহোতা শাহপরানকে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়।
মঙ্গলবার তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার রিমান্ড মঞ্জুর করেন কুমিল্লার ১১নং আমলি আদালতের বিচারক মমিনুল হক৷
মুরাদনগরের আলোচিত ওই দুই মামলায় বুধবার আসামিদের আদালতে হাজির করা হয়।
