আলোচিত তুফান সরকারের স্ত্রী শ্বশুর শাশুড়িসহ গ্রেফতার ৫
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১১:০৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে আলোচিত মাদককারবারি তুফান সরকারের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ১২টি ধারালো অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকালে বগুড়া সদর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার রাতভর শহরের সেউজগাড়ী পালপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বগুড়া শহর শ্রমিক লীগের বহিষ্কৃত নেতা তুফান সরকারের শ্বশুর সেউজগাড়ী পালপাড়ার সালাউদ্দিনের ছেলে আলম আকন্দ (৪৫), শাশুড়ি তাসলিমা বেগম (৪০), দ্বিতীয় স্ত্রী আইরিন আকতার স্বর্ণালী (১৯) এবং শহরের চকসুত্রাপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মো. শাওন (২৬) ও আবদুল মোত্তালেবের ছেলে ফেরদৌস (৪৭)।
বগুড়া সদর সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপনে খবর পেয়ে শহরের সেউজগাড়ি পালপাড়ায় অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে আলম আকন্দ পালানোর চেষ্টা করেন। তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোর পর্যন্ত অভিযানে আলম আকন্দ ছাড়াও তার স্ত্রী তাসলিমা বেগম, মেয়ে আইরিন আকতার স্বর্ণালী, মো. শাওন ও ফেরদৌসকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল, বিপুল পরিমাণ খালি বোতল, ২০০ গ্রাম গাঁজ, গাঁজা সেবনের সরঞ্জাম এবং ১১টি দেশীয় ধারালো অস্ত্র, একটি বার্মিজ চাকু পাওয়া যায়। পরে উদ্ধার করা মালামালসহ আসামিদের বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আলম ও তার স্ত্রী তাসলিমার বিরুদ্ধে ১০ থেকে ১২টি করে মাদক মামলা রয়েছে।
সেনা কর্মকর্তা জানান, সেনাবাহিনীর এ ধরনের সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট অভিযানের ফলে এলাকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় জনগণের মাঝে সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি গভীর সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।
সদর থানার
উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
