Logo
Logo
×

সারাদেশ

মধুপুরে গাড়িচাপায় নারী নিহত

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:৫৮ এএম

মধুপুরে গাড়িচাপায় নারী নিহত

ফাইল ছবি

টাঙ্গাইলের মধুপুর বনের সড়কে গাড়িচাপায় অজ্ঞাতনামা এক নারী (৬০) নিহত হয়েছেন। পরে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেছে পুলিশ।

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের জাতীয় উদ্যানের সামনের টেলকী বাজারের কাছে বিমান বাহিনীর ফায়ারিং এলাকায় পড়ে ছিল লাশটি। 

ধারণা করা হচ্ছে, তিনি একজন পথচারী ছিলেন। কোনো যানবাহন তাকে চাপা দিয়ে যেতে পারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

উপ-পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন বলেন, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বনের মাঝে সড়ক দুর্ঘটনায় ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকা ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম