সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৪ জনের
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে একে একে ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হরিণছড়া চা বাগানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, রানা নায়েক নামে একজন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কাঁচা টয়লেটের ওপরে বসানো প্লাস্টিকের স্লাব দেবে যায়। এতে তিনি টয়লেটের নিচে গর্তে পড়ে যান। পরে তার বড় ভাই তাকে উদ্ধার করতে এলে তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিচে আটকা পড়েন। এভাবে তাদের উদ্ধার করতে একে একে আরও দুজন ওই কাঁচা টয়লেটের গর্তে নামেন। কিন্তু কেউই বুঝতে পারেননি ভেতরে কী ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বিষাক্ত গ্যাসের প্রভাবে ধাপে ধাপে সবাই অচেতন হয়ে পড়েন। ফলে এক পর্যায়ে সেখানেই ৪ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতরা হলেন—আপন দুই ভাই রানা নায়েক (১৭) ও স্বপন ওরফে শ্রাবন নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা ও চা শ্রমিক পরিবারের সন্তান।
এ ঘটনায় গুরুতর আহত রবি বুনার্জী (২০) নামের অপর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, রাতে ৪ জনকে হাসপাতালে আনা হলে দেখা যায় তারা সবাই মৃত। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে ৪ জনের মৃত্যু খবর নিশ্চিত করে জানান, ওপরে প্লাস্টিকের স্লাপ দেওয়া নিচের দিকে গভীর গর্ত রয়েছে- এমন একটি কাঁচা টয়লেট বৃষ্টির কারণে মাটি নরম হওয়াতে প্রথমে একজন টয়লেট করতে গেলে দেবে গিয়ে নিচে পড়ে যান। এভাবে একজনকে উদ্ধার করতে গেলে গর্তের বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু হয়। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
