Logo
Logo
×

সারাদেশ

বরিশাল বোর্ডে পাশ ৫৬.৩৮%, জিপিএ ফাইভ ৩১১৪

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৪:২২ পিএম

বরিশাল বোর্ডে পাশ ৫৬.৩৮%, জিপিএ ফাইভ ৩১১৪

ফাইল ছবি

মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বরিশাল বোর্ডে পাশের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টার দিকে বোর্ড এ ফল ঘোষণা করে। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী ফলের পরিসংখ্যান প্রকাশ করেন।

এ বছরের পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে পাশ করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম