Logo
Logo
×

সারাদেশ

ইমাম-ওলামারা সমাজের দর্পণ: লুনা

Icon

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম

ইমাম-ওলামারা সমাজের দর্পণ: লুনা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনা বলেছেন, ইমামরা সমাজের ধর্মীয় নেতা। তারা মানুষকে সঠিক পথ দেখান এবং ধর্মীয় অনুশাসন পালনে সহায়তা করেন, তারাই সমাজের সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি। যুগে যুগে নবীগণ মানুষকে কল্যাণের পথে মঙ্গলের দিকে আহ্বান করেন এবং সুন্দর শান্তিময় ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।

তিনি বলেন, আমাদের নবীগণের পরবর্তী ওয়ারিস হিসেবে আমাদের ইমাম ও ওলামা মাশায়েখ সেই দায়িত্ব পালন করছেন। বিএনপি সব সময় আলেম ওলামা ও ইমাম সমাজসহ ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা ও সম্মান করে। ইমামদের ভূমিকা শুধু মসজিদে নয় সমাজ ও রাষ্ট্র গঠনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে; তাই ধর্মীয় স্বাধীনতা মানবিক মূল্যবোধ ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইমামদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার দয়ামীরে ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ওসমানীনগর উপজেলা ইমাম সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদির লুনা এসব কথা বলেন।

ওসমানীনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বাসারের সভাপতিত্বে ও সমিতির সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আজাদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি আব্দুর রুপ আব্দুল, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, দয়ামীর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সুজন আলী, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক এম মনসুর চৌধুরী ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম