গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবিতে লোহাগাড়ায় জামায়াতের মিছিল
লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা দাবির পক্ষে এবং ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করতে লোহাগাড়ায় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকালে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুর হোসেন।
তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৭ দফা বাস্তবায়ন সময়ের দাবি। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এ দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বায়তুলমাল সম্পাদক আ ন ম নোমান, উপজেলা প্রচার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাছানসহ নেতারা।
সমাবেশে নেতারা যে ৭ দফা দাবি তুলে ধরেন তা হলো- গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা।
বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন, সব দলের অংশগ্রহণ ও সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা জাতীয় সমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।
