Logo
Logo
×

সারাদেশ

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, কলেজছাত্রীর লাশ উদ্ধার

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, কলেজছাত্রীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ব্রহ্মপুত্র নদে পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নেয়। ডুবুরি দল নীলা আক্তার (১৮) ও তার মা নীপা আক্তারকে (৪০) উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নীলা আক্তারকে মৃত ঘোষণা করেন।

নীলা আক্তার কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামে। 

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। নদের তীরে লোকজন ভিড় করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম