Logo
Logo
×

সারাদেশ

ফুল-মিষ্টি নিয়ে লিতুন জিরার বাড়িতে ইউএনও

Icon

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১০:৫৩ পিএম

ফুল-মিষ্টি নিয়ে লিতুন জিরার বাড়িতে ইউএনও

লিতুন জিরাকে শুভেচ্ছা জানাতে ফুল আর মিষ্টি নিয়ে বাড়িতে গেলেন মনিরামপুরের ইউএনও নিশাত তামান্না। হাত-পা ছাড়াই জন্ম নেওয়া থুঁতনি দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়ার খবরে লিতুন জিরার বাড়িতে যান তিনি।

শারীরিক প্রতিবন্ধীকতাকে জয় করে দেশজুড়ে আলোচিত এই অভাবনীয় সেরা সাফল্য পেয়েছে লিতুন জিরা।

শুক্রবার দুপুরে ইউএনও নিশাত তামান্না লিতুন জিরার বাড়িতে গিয়ে নিজ হাতে মিষ্টি মুখ করান লিতুনকে।

জানা যায়, লিতুন জিরা গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ হতে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। নেহালপুর স্কুল কলেজ কেন্দ্র হতে দেয় পরীক্ষা। একাগ্রতা ও প্রবল ইচ্ছাশক্তির কাছে সব বাধা তুচ্ছ- তারই স্বাক্ষর রাখল লিতুন জিরা। সেই প্রথম শ্রেণি হতে বিদ্যালয়ের প্রতিটি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে লিতুন। শুধু লেখাপড়ায় নয়; গান, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে জিতেছেন একাধিক পুরস্কার। লিতুন জিরার সাফল্যে সবাই খুশি।

উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও মোছা. জাহানারা বেগম দম্পতির একমাত্র কন্যা লিতুন জিরাকে নিয়ে তার জন্মের শুরুতে স্বজনরা ভবিষ্যৎ নিয়ে ছিলেন শঙ্কায়।

বাবা হাবিবুর রহমান জানান, তিনি গণমাধ্যম কর্মীসহ প্রশাসনের সবার কাছে কৃতজ্ঞ। সবাই যার যার অবস্থান হতে বরাবরই সহযোগিতা করেছেন লিতুন জিরাকে।

লিতুন জিরার মা জাহানারা বেগম জানান, তিনিও কৃতজ্ঞ। সবাইকে বরাবরের মতো পাশে থাকার অনুরোধ তার মায়ের।

উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, প্রশাসন সব সময় লিতুন জিরার পাশে থাকবে। একাগ্রতা ও প্রবল ইচ্ছাশক্তি থাকলে সব কিছু অর্জন করা যায় তার নজির স্থাপন করেছে লিতুন জিরা। লিতুন জিরার জিপিএ-৫ পাওয়ার খবরে খুবই খুশি হয়েছেন। জেলা প্রশাসক স্যার তার সাফল্যে খুশি হয়েছেন। অচিরেই লিতুন জিরাকে জেলা প্রশাসকের পক্ষ হতে সংবর্ধিত করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম