জামিনের পর মদ নিয়ে নাচানাচি, সেই আ.লীগ নেতা ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ছাত্র-জনতার জুলাই আন্দোলনে সহিংসতা মামলায় গ্রেফতার হয়ে কারাবাসের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন কিশোরগঞ্জের মিঠামইনের আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়া। এ আনন্দে আসর বসিয়ে মদের বোতল হাতে নাচানাচি করে ভাইরাল হন তিনি।
ভাইরাল সেই আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়া এবার গৃহকর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে কারাবাসী হয়েছেন।
শুক্রবার সকালে তার বাড়িতে গৃহকর্মী হিসেবে কর্মরত প্রতিবেশী স্বামী পরিত্যক্তা নারী (৪০) বাদী হয়ে এ ধর্ষণচেষ্টা মামলা করেন।
মামলার পর দুপুর ১২টার দিকে পুলিশ তাকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে শুক্রবার বিকালে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে নিজ বাড়িতে গৃহকর্মীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা এবং শ্লীলতাহানি করেন। অনেক চেষ্টা করে কোনোরকম ওমর ফারুক ভূঁইয়ার হাত থেকে রক্ষা পেয়ে বাড়ি ফিরে স্বজনদের জানান। শুক্রবার সকালে নিজেই মিঠামইন থানায় উপস্থিত হয়ে মামলা করেন ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির শিকার গৃহকর্মী।
উল্লেখ্য, ছাত্র-জনতার জুলাই আন্দোলনে কিশোরগঞ্জের হাওড় থানা মিঠামইনে গত জানুয়ারি মাসে রুজুকৃত ২ নম্বর মামলার ৯৮ নম্বর আসামি ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ফারুক ভূঁইয়া। তার উল্লেখযোগ্য কোনো পদ-পদবি না থাকলেও পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মামাতো ভাইয়ের জামাতা হিসেবে স্থানীয় রাজনীতিতে তার দাপট ছিল। আর এ কারণে ছাত্র-জনতার ক্ষোভের শিকার হয়ে সহিংসতা মামলার আসামি হন তিনি।
আর ওই মামলায় গত মে মাসের প্রথম সপ্তাহে ঘাগড়া বাজার থেকে গ্রেফতার হয়ে কারাবাসে যান তিনি। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে সহকর্মী এমনকি জুনিয়রদের নিয়ে আসর বসিয়ে মদের বোতল হাতে বাদ্যের তালে তালে নৃত্যে মেতে ওঠে জামিন আনন্দ উদযাপন করেন তিনি। আর এমন একটি ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে ওঠে।
৪৮ সেকেন্ডের ওই ভিডিও চিত্রে শোনা যায়, তিনি মদের বোতল হাতে নেচে নেচে ‘এমন জামিন করে খেতে হয় রে’ বলে গান গাইছিলেন।
এ নিয়ে ৮ জুলাই দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মিঠামইন থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, বাড়ির গৃহকর্মীর রুজুকৃত মামলায় ওমর ফারুক ভূঁইয়াকে গ্রেফতার করে কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
