Logo
Logo
×

সারাদেশ

ভূঞাপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর মৃত্যু

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১১:১৮ পিএম

ভূঞাপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর মৃত্যু

ভূঞাপুর থানা। ফাইল ছবি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দী গ্রামে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে থাকা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১১ জুলাই) দ্বিতীয়তলার বাসার নিচতলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন পাথাইলকান্দী গ্রামের মিঠু শেখের স্ত্রী তানিয়া আক্তার (৩২)। এই দম্পতির মাহি নামে ১৩ বছরের একটি ছেলে আছে।

 

স্বামী পাথাইলকান্দী বাজারে ডিজেলের দোকান করেন। সকালে তিনি দোকানে চলে যান। 

 

প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পান। তখন ঘরের ভিতরে ফ্যানের সঙ্গে তানিয়াকে ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। স্থানীয়রা জানান, তিনি মানসিক রোগী ছিলেন।

 

স্থানীয় মেম্বার নাজির হোসেন জানান, তিনি বেশ কিছুদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন।

 

ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান, আইনগত পরীক্ষা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম