বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী নারীর
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৩:০৪ পিএম
ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাসের চাপায় দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক।
শনিবার সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের
আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত দিবালা ত্রিপুরা গুইমারার আড়বাড়ি
এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী। আর আহত শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১) ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খাগড়াছড়ি
থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে শান্তি পরিবহণের একটি বাস। যানটি মাটিরাঙ্গা জোনের
আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে
চাপা দেয় বাসটি। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহী দিবালি। আহত হয় মোটরসাইকেল চালক বিকাশ। পরে স্থানীয়রা
হতাহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দুর্ঘটনার পরপরই মাটিরাঙ্গা সেনা জোন ঘাতক
বাস ও মোটরসাইকেল জব্দ করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাটিরাঙ্গা থানার এসআই মো. রফিকুল ইসলাম
বলেন, ‘ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
