যুগান্তরের রৌমারী প্রতিনিধির বাবার মৃত্যু
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৯:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের রৌমারী রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব ও দৈনিক যুগান্তর পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রাজুর বাবা ইউনুছ আলী (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার বন্দবেড় গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য অনুরাগী রেখে গেছেন।
সকাল ১১ টার দিকে বন্দবেড় গ্রামের পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ইউনুছ আলীকে দাফন করা হয়।
তিনি ১৯৫৭ সালে তৎকালীন পশ্চিম পাকিস্থানে ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) সিপাহি পদে চাকরিতে যোগদান করে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধীন যোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ইউনুছ আলী গত ২০ বছর যাবৎ বন্দবেড় মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এক টাকাও বেতন নেননি। তিনি খুবই ধার্মিক ছিলেন।
যুগান্তর প্রতিনিধির বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা জামায়াতের নমিনি মোস্তাফিজুর রহমান মোস্তাক, রৌমারী তাবলিগ জামায়াতের আমির আব্দুল হামিদ, রৌমারী রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও দৈনিক কালবেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন, বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শামীম।
