চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাবলু হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।পরে রাব্বি হোসেন নামে একজনের বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) বিকালে দিনাজপুরের হিলির দক্ষিণ বাসুদেবপুরের মালেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবলু হোসেন হিলির চুরিপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে।
আটকরা হলেন- উপজেলার জাংগই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী লিনা পারভীন এবং দক্ষিণ বাসুদেবপুর এলাকার হাতেম আলীর ছেলে জিয়া মন্ডল।
স্থানীয়রা জানান, শুক্রবার (১১ জুলাই) দক্ষিণ বাসুদেবপুর মালেপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে রাব্বি হোসেন একটি অনুষ্ঠানে যোগ দিতে তার বাড়িতে তালা লাগিয়ে যান।এ সুযোগে দুপুরের দিকে কে বা কারা রাব্বির বাড়িতে ঢুকে স্বর্ণের গহনা, নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।পরে রাব্বি বাড়িতে এসে চুরির ঘটনা জানতে পারেন।বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির সঙ্গে সম্পৃক্ত বিজয় কর্মকার নামে একজনকে শনাক্ত করেন।পরে তার দেওয়া তথ্যমতে চুরিপট্টি এলাকা থেকে বাবলুকে ধরে বাড়িতে আনেন রাব্বি।সেখানে তাকে বেদম মারধর করেন রাব্বি।একপর্যায়ে বাবলুর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি নাজমুল হক।তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে।রাব্বি পালিয়ে গেছে তবে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
