‘আওয়ামী ট্যাগ’ লাগিয়ে বাড়িতে আগ্নিসংযোগ
মামলা করে নিরপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০১:২২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে ‘আওয়ামী ট্যাগ’ লাগিয়ে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নামধারী নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার রংপুর নগরীর একটি হলরুমে সংবাদ সম্মেলনে অভিযোগটি করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সুজন মিয়া।
তিনি বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় সন্ত্রাসীরা ওই হামলা চালান। এ নিয়ে মামলা করলেও আসামিরা জামিনে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজন মিয়া জানান, তার পরিবার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত খাস জমিতে বসবাস করে আসছে। তার বাবা আলমগীর হোসেন ভ্যানচালক ও কৃষক। অন্যের জমি বর্গাচাষ করেই তাদের সংসার চলে। সম্প্রতি ফসলি জমি বর্গা নিয়ে এলাকার কিছু প্রভাবশালী নেতা বিশেষ করে মেজবাহুল হক হƒদয়, শাহিন মিয়া, জাকারিয়া, মুকুল মিয়া, আপেল, আব্দুর রাজ্জাকসহ আরও ১০-১২ জন তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
১৩ এপ্রিল হামলা চালিয়ে তার বাবাকে মারাত্মকভাবে আহত করা হয় এবং গভীর রাতে তাদের টিনের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ৪টি বসতঘর, ১টি গোয়াল ঘর, মুরগি ও কবুতরের খামারসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় মামলা হলেও তারা উচ্চ আদালত থেকে জামিন নেন এবং পরিবারটিকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন।
সুজন আরও জানান, পুলিশের তদন্তে গাফিলতির কারণে মামলার তদন্তকারী কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে এবং নতুন একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
