Logo
Logo
×

সারাদেশ

মিটফোর্ডে হত্যাকাণ্ড

জড়িতদের গ্রেফতার দাবিতে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০২:০৬ এএম

জড়িতদের গ্রেফতার দাবিতে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। 

শনিবার দুপুরে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে জামায়াত এবং মুরাদপুর এলাকায় থেকে বিক্ষোভ মিছিল বের করে শিবির।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, খুন সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে দেশের জনগণ পতন ঘটিয়েছে, নতুন করে কেউ আবার স্বৈরাচার হয়ে উঠলে জনগণ বরদাশত করবে না। তারা প্রশাসনের প্রতি খুনি ও সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কোতোয়ালি থানা আমির ও চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য আমির হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের ডা. একেএম ফজলুল হক। 

বক্তব্য রাখেন—জামায়াত নেতা আমির অধ্যাপক আবদুজ জাহের, মোস্তাক আহমেদ, মুহাম্মদ হামীদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের মিনহাজ উদ্দীন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম