গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ পিএম
ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর কোনাবাড়ী যমুনা কমপ্লেক্সে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যমুনা কমপ্লেক্সের এইচআর অ্যাডমিন লেফট কর্নেল (অব.) মোহাম্মদ জাকির হোসেন।
আলোচনা করেন পরিচালক (অপারেশন) কাজল কান্তি দেব, বাহজাদ আহমেদ, প্রধান
প্রকৌশলী মো. এরশাদ হোসেন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন কোনাবাড়ী বাইতুন নূর জামে মসজিদের
পেশ ইমাম ও খতিব মাওলানা মো. আমিনুল ইসলাম গাজী।
দোয়ার পর যমুনা কমপ্লেক্সে কর্মরত প্রায় সাত হাজার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের
মধ্যে খাবার বিতরণ করা হয়।
একইভাবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত যমুনা স্পিনিং,
শামীম স্পিনিং মিলসহ সাত কারখানা এবং একই উপজেলার সিনাবহ এলাকায় অবস্থিত যমুনা ইলেকট্রনিক্স
অ্যান্ড অটোমোবাইল লিমিটেড কারখানায় কর্মরত ছয় হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের
মধ্যে খাবার বিতরণ করা হয়।
